টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশের লাখ লাখ নাগরিকের গোপন ও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে একটি সরকারি ওয়েবসাইট থেকে। এমন দাবি করেছেন সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা বিটক্রেক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস।

ফাঁসকৃত তথ্যের মধ্যে রয়েছে নাগরিকদের পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর।

গত ২৭ জুন বাংলাদেশিদের ব্যক্তিগত তথ্য ফাঁসের বিষয়টি হঠাৎ করে খুঁজে পান ভিক্টর। এরপরই বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমকে (সিইআরটি) তিনি বিষয়টি অবহিত করেন।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ বিষয়ে জানিয়েছে, বাংলাদেশিদের ব্যক্তিগত তথ্য ফাঁসের বিষয়টি সত্যি। এ ব্যাপারে নিশ্চিত হতে ফাঁস হওয়া তথ্য ওই ওয়েবসাইটের ‘পাবলিক সার্চ টুলে’ খুঁজে দেখা হয়।

টেকক্রাঞ্চ জানিয়েছে, ওই ওয়েবসাইটটির নাম তারা প্রকাশ করবে না কারণ, এখনো সেটিতে ফাঁসকৃত তথ্যগুলো রয়েছে।

গুরুতর এমন দাবি জানানো ভিক্টর মার্কোপোলোস জানিয়েছেন, তিনি বাংলাদেশের সরকারি যেসব প্রতিষ্ঠানকে তথ্য ফাঁস হওয়ার বিষয়ে ইমেইল বা অন্যান্য মাধ্যমে অবহিত করেছেন, সেগুলোর কোনোটিই কোনো জবাব দেয়নি তাকে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Read in English: The personal information of millions of Bangladeshis has been leaked

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here