সর্বশেষ

30.1 C
Rajshahi
শুক্রবার, মে ১০, ২০২৪

ফায়ার সার্ভিসকে ‘দুঃসময়ের বন্ধু’ বললেন প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ অগ্নিনির্বাপণকারীদের ‘দুঃসময়ের বন্ধু’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে কাজ করে যাচ্ছে পূর্ণ সক্ষমতার সর্বোচ্চ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত করতে ।

তাদের আরও যুগোপযোগী করা একান্ত প্রয়োজন। আমরা নিয়েছি সেই পদক্ষেপই ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন । তিনি গণভবন থেকে মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠিত মূল আয়োজনে ।

প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানের সক্ষমতা, সেবার ক্ষেত্র এবং বৃদ্ধি করা হয়েছে কর্তব্যরতদের মর্যাদাও । কারণ আগুন লাগলে বা কোনো দুর্ঘটনা বা ভূমিকম্প বা কোনো কিছু ঘটলে অথবা কোনো ভবন ধসে গেলে সবার আগে ছুটে যায় ফায়ার সার্ভিসই ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles