সর্বশেষ

31.6 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ ।

টপ নিউজ ডেস্ক: ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে টানা দেড় মাসেরও বেশি সময় ধরে অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েল। নির্বিচার এই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৬ হাজারেরও বেশি শিশু রয়েছে।

গাজায় এমন সংঘাতে বর্তমানে মানবিক বিরতি চললেও এই বিরতি শেষ হওয়ার পরপরই গাজায় আবারও হামলা শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী।এমন পরিস্থিতিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

২৫ নভেম্বর  এই বিক্ষোভে তিন লাখ মানুষ অংশ নেন বলে জানিয়েছেন বিক্ষোভের আয়োজকরা। ২৬ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনটিতে বলা হয়, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে লন্ডনে মিছিল করেছে হাজার হাজার ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারী। গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের পর লন্ডনে এটিই প্রথম বিক্ষোভ মিছিল।

সম্পাদনায়: মো: আরিফুল ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles