সর্বশেষ

33 C
Rajshahi
মঙ্গলবার, মে ৭, ২০২৪

বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার খবর আন্তর্জাতিক বার্তাসংস্থায়

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশে কাপড়ের অন্যতম প্রধান মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার সাড়ে ছয় ঘণ্টা পর সেটি নিয়ন্ত্রণে এসেছে বলে  ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক  দিয়েছেন এমন তথ্য।

এ ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর রয়টার্স, এপি, বিবিসি,  আলজাজিরা, দ্য গার্ডিয়ান, ডেকান হেরাল্ড, সিজিটিএন, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, হিন্দুস্তান টাইমস-সহ প্রধান প্রধান আন্তর্জাতিক বার্তাসংস্থা ও সংবাদমাধ্যমে এসেছে।

রাজধানী ঢাকার বঙ্গবাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের খবর এসব মিডিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বেশ গুরুত্বের সঙ্গে । দুর্ঘটনার পর থেকেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনার তাৎক্ষণিক খবরও প্রচার করা হয়। এ অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন সংবাদ সম্মেলনে বলেছেন, বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে পুরোপুরি আগুন নির্বাপন করতে আরো ঘণ্টা খানেক সময় লাগবে বলেও জানান তিনি। মাইন উদ্দিন বলেন, “আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন আর ছড়াবে না। নির্বাপনে আনতে সময় লাগবে।”

এই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট । এছাড়া সেনাবাহিনীর দুই শতাধিক কর্মী কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিজিবি, পুলিশ, ওয়াসাও একসাথে কাজ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সূত্রপাত হয় সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবাজার মার্কেটে আগুনের ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles