সর্বশেষ

38.1 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

বাংলাদেশে অর্ধেকের বেশি নারীর বাল্য বিয়ে হয় : প্রতিমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি আজ জাতীয় সংসদে জানিয়েছেন, বাংলাদেশে বাল্য বিয়ে হয় অর্ধেকের বেশি নারীর। সোমবার তিনি জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে এমন তথ্য জানান।

মুজিবুল হক চুন্নু তার প্রশ্নে করোনাকালীন সময়ের কথা উল্লেখ করে বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অসচ্ছল পরিবারে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে বিয়ে দেওয়ার হার। তিনি মেয়ে শিশুদের জন্য সরকারের পরিকল্পনা জানতে চান।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাল্য বিবাহ প্রতিরোধে ৬৪টি জেলায় চলমান রয়েছে মনিটরিং কার্যক্রম। সিমিন হোসেন রিমি জানান ২০১৫ থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ১২ হাজার ১৫০ বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে বলে।

প্রতিমন্ত্রী সরকার দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে বলেন, ২০১৫ সাল থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বাল্য বিয়ে রোধ করা গেছে ১২ হাজার ১৫০টি।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles