সর্বশেষ

34.5 C
Rajshahi
শুক্রবার, মে ১৭, ২০২৪

বাংলা নববর্ষ পালনে পিছিয়ে ছিলেন না বিদেশিরাও

টপ নিউজ ডেস্কঃ বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নিয়েছেন। এসময় তাদের উচ্ছ্বসিতও দেখা গেছে।

সকাল ৯টায় শোভাযাত্রাটি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে । শোভাযাত্রাটি শাহবাগ মোড় হয়ে আবারও শেষ হয় চারুকলা অনুষদে গিয়ে । শোভাযাত্রায় দল মত নির্বিশেষে সকল মানুষের ঢল নামে। কাঁধে কাঁধ মিলিয়ে সব শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। পিছিয়ে ছিলেন না বিদেশিরাও। বাঙালি সাজগোজে শোভাযাত্রায় অংশ নিয়ে ভাঙা ভাঙা বাংলায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নববর্ষের । ফ্রান্সের নাগরিক জনসন মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে বলেন, ধন্যবাদ বাংলাদেশ, শুভ নববর্ষ । অনেক ইনজয় করছি। খুব ভালো লাগছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন । শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কঠোর নিরাপত্তার চাদরে পুরো এলাকা মোড়ানো হয়। মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘বরিষ ধরার মাঝে শান্তির বারি’ ।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে স্থান পেয়েছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় । গত তিন দশক ধরে প্রতি বছরই পয়লা বৈশাখে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বের হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। ২০১৬ সালে এই শোভাযাত্রা ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় । মঙ্গল শোভাযাত্রাকে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্যের মেলবন্ধনের মাধ্যমে কূপমণ্ডূকতা ও সংকীর্ণতার ঘৃণ্য অবয়বের ওপর দেখা হয়ে থাকে সাংস্কৃতিক আঘাত হিসেবে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles