সর্বশেষ

34.6 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আজ বাংলা নববর্ষের প্রথম দিন, পহেলা বৈশাখ

নিজস্ব প্রতিবেদকঃ আজ (শুক্রবার, ১৪ এপ্রিল) বাংলা ১৪৩০ সালের প্রথম দিন, পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ।। এ দিনটির মাধ্যমে নতুন আরেকটি বছর যুক্ত হলো বাংলা বর্ষপঞ্জিতে। গতকাল (বৃহস্পতিবার) বাংলার চিরায়ত উৎসব চৈত্রসংক্রান্তি ছিল, একই সঙ্গে দিনটি ছিল বাংলা ১৪২৯ সালের শেষ দিন।

জীর্ণ-পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ – এভাবে আহ্বান জানায় বিদায়ী সূর্যের কাছে বাঙালি। আমাদের সকল সঙ্কীর্ণতা, কূপমুণ্ডকতা পরিহার করে পহেলা বৈশাখ উদারনৈতিক জীবনব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে; নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয় দিনটি আমাদের।

পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, উজ্জীবিত হয়।

অন্যদিকে, বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব পহেলা বৈশাখ। এ দিন নতুন বছরকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেয়া হয়। নববর্ষ হলো কল্যাণ ও নতুন জীবনের প্রতীক। এ নববর্ষ উদ্‌যাপিত হয় অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles