সর্বশেষ

26.1 C
Rajshahi
বুধবার, মে ৮, ২০২৪

বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টপ নিউজ ডেস্ক:  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নির্বাচনবিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড করা যাবে না। যেহেতু বিজয়ের মাস, বিজয়র দিন সেজন্য কাউকে আমরা মানা করছি না, বিজয়ের আনন্দ প্রকাশ করতে। তবে নির্বাচনের বিরুদ্ধে কোনো ধরনরে কথা বলা এবং প্রচার করা থেকে বিরত থাকতে হবে।

আজ শনিবার  (১৬ ডিসেম্বর ) সকালে রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির বিজয় র‌্যালি প্রসঙ্গে সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল   বলেন, ‘বিএনপি কে বলা হয়েছে একটি রোডম্যাপ তৈরি করে বিজয় র‌্যালি করার জন্য। আর সে অনুযায়ী ডিএমপি কমিশনার তাদেরকে অনুমতি দিয়েছেন। যাতে করে  শান্তিপূর্ণ একটি র‌্যালি করা যায়। তারা স্থান উল্লেখ করেছেন এবং সেটি যেন অনুসরণ করেই তারা ‌র‌্যালি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা বাহিনী কাজ করছে। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিবে নিরাপত্তা বাহিনী সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছে ।

সম্পাদনায়: মো: আরিফুল ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles