সর্বশেষ

25.9 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

বিজেপি দাবি নিয়ে আদালতে তাজমহল ‘মন্দির’ ছিল

টপ নিউজ ডেস্কঃ ভারতের আগ্রাই অবস্থিত তাজমহলের জগতজোড়া খ্যাতি রয়েছে । সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন তার স্ত্রী মমতাজের স্মরণে এই দৃষ্টিনন্দন স্থাপনা। তবে দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি এটি ছিল মূলত একটি মন্দির ‘তেজো মহালয়’ নামে । সেই দাবি নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবার আদালতে গিয়েছে ।

এরই মধ্যে বারাণসীর বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসদিজ ও মথুরায় শাহি মসজিদ আগে মন্দির ছিল বলে বিজেপি দাবি করে আদালতে গিয়েছে । এরই মধ্যে আদালত এটি তদন্ত করে নির্দেশ দিয়েছে দেখার। শনিবারও চালানো হয়েছে সেখানে ভিডিয়োগ্রাফি এবং পর্যবেক্ষণের কাজ। এই প্রক্রিয়া চলার সময় গোটা এলাকা ঘিরে রাখে বিরাট নিরাপত্তাবাহিনী ।

এবার তাজমহল কোনোদিন ‘তেজো মহালয়’ নামে মন্দির ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তথ্য অনুসন্ধানী দল গড়ার আর্জি নিয়ে ভারতের ক্ষমতাসীন দলটি ইলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে আবেদন করেছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles