সর্বশেষ

36.3 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪

বৈশ্বিক জ্বালানি সংকটে বিশ্ব

টপ নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কঠোর বাজার আর প্রধান প্রধান তেল উৎপাদনকারীদের সরবরাহ হ্রাসের সিদ্ধান্ত বিশ্বকে ফেলেছে ‘প্রথম সত্যিকারের বৈশ্বিক জ্বালানি সংকটের’ মাঝে । মঙ্গলবার সিঙ্গাপুরে এই মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল ।

সিঙ্গাপুরে শুরু হওয়া আন্তর্জাতিক জ্বালানি সপ্তাহে দেওয়া বক্তৃতায় আইইএর এই প্রধান বলেছেন, তীব্র ইউক্রেন সংকটের মাঝে ইউরোপে এলএনজির ক্রমবর্ধমান আমদানি এবং চীনে পুনরায় জ্বালানির চাহিদা বৃদ্ধি বাজারকে করে তুলবে আরও কঠিন । আগামী বছর বিশ্ববাজারে মাত্র ২০ বিলিয়ন ঘনমিটার নতুন এলএনজি আসবে।

বিরোল বলেছেন, একই সময়ে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারকদের সংস্থা ওপেক এবং এর মিত্র ওপেকপ্লাসের দৈনিক ২০ লাখ ব্যারেল উৎপাদন (বিপিডি) কমানোর সাম্প্রতিক সিদ্ধান্তটি ‘ঝুঁকিপূর্ণ’। চলতি বছর বিশ্বজুড়ে তেলের চাহিদা বেড়ে দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেলের কাছাকাছি আইইএ হতে দেখেছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles