সর্বশেষ

41.4 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

অর্থনৈতিক সংকট মোচনে ঋষি সুনাকের ঐক্যের ডাক

টপ নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিদের ভোট ও দলীয় নেতাকর্মীদের সমর্থন নিয়ে ঋষি সুনাক যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন । সোমবার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দেওয়া ভাষণে ব্রিটেনের বর্তমান অর্থনৈতিক সংকট মোচনে তিনি ঐক্যের ডাক দিয়েছেন।

পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন দেশকে এই সংকট থেকে উত্তরণে ।

সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমন্সে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে ঋষি সুনাক বলেন, ‘যুক্তরাজ্য একটি মহান দেশ এবং কোনো সন্দেহ নেই যে— বর্তমানে আমরা গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদের প্রয়োজন ঐক্য ও সমন্বয় ।

আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমাদের দল কনজাভেটিভ পার্টি এবং দেশকে একত্রিত করার। কারণ এই চ্যালঞ্জকে অতিক্রম করে আমাদের শিশু ও তাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের এটাই একমাত্র উপায়।’ মাত্র দেড় মিনিটের সেই ভাষণের শুরুতে পূর্বসূরি প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে ঋষি সম্মান জানান । সেই সঙ্গে দলের এমপিদেরও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি প্রথমেই সম্মান জানাতে চাই সাবেক প্রধানমন্ত্রী ও আমার সাবেক সহকর্মী লিজ ট্রাসকে। দেশের বিদ্যমান সংকট নিরসনে চেষ্টা করেছেন তিনি সাধ্যমতো ।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles