সর্বশেষ

33.2 C
Rajshahi
রবিবার, মে ৫, ২০২৪

ভবানীগঞ্জ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, যোগাযোগ ব্যবস্থার সাথে জড়িত সভ্যতার উন্নয়ন ।

যে দেশে দুর্বল যোগাযোগ ব্যবস্থা, সে দেশের উন্নয়ন ব্যবস্থাও দুর্বল। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে আগে । দেশের প্রতিটি অঞ্চলকে যুক্ত করতে হবে যোগাযোগ ব্যবস্থার সাথে।

এর ফলে দ্রুত সময়ের মধ্যে যেকোন সেবা পৌঁছানো সম্ভব দেশের প্রতিটি এলাকায় । সড়ক ও জনপদ অধিপ্তরের মাধ্যমে দেশব্যাপী যে শত সেতুর কাজ বাস্তবায়ন করা হয়েছে তা একটি বিরল ঘটনা। একসাথে বিশ্বের কোনো দেশে শত সেতুর উদ্বোধন করা হয়নি। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ।

এমপি এনামুল হক আরও বলেন, বাগমারা একটি প্রত্যন্ত এলাকা। এই এলাকার উন্নয়নকে তরান্বিত করতে কাজ করে যাচ্ছি সর্বদা ।

দীর্ঘ দিনের পুরাতন ভবানীগঞ্জ বেইলী ব্রিজ বর্তমানে চলাচলের জন্য হয়ে পড়েছে খুবই ঝুকিপূর্ণ । সেই বেইলী ব্রিজের পাশেই নির্মিত হল ৫৭.৭১ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থ বিশাল এই সেতু।

উপজেলায় প্রবেশের একমাত্র ভরসা ছিল পুরাতন বেইলী ব্রিজটি। ভবানীগঞ্জ সেতুটি নির্মাণের ফলে খুব সহজেই লোকজন যানবাহনসহ চলাচল করতে পারবেন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles