সর্বশেষ

39.5 C
Rajshahi
বুধবার, মে ১৫, ২০২৪

ভাঙল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার

বহুল প্রশংসিত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি সিদ্ধান্ত নিয়েছেন আলাদা থাকার। ১৮ বছরের দাম্পত্য জীবনে ইতি১৮ বছরের দাম্পত্য জীবনে ইতি। এ বিষয়ে এরই মধ্যে একটি আইনি চুক্তিতে তারা সই করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য বুধবার (২ আগস্ট)।

প্রতিবেদনে বলা হয়, তারা এ বিষয়ক একটি চুক্তিও এরই মধ্যে করেছেন বলে নিশ্চিত করেছে জাস্টিন ট্রুডোর কার্যালয়।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ট্রুডো দম্পতি নিজেদের দাম্পত্যজীবনের ইতি ঘটিয়ে আলাদা থাকার এই সিদ্ধান্ত নিয়েছেন সব ধরনের নৈতিক ও আইনি পথ মেনেই। সামনে বিচ্ছেদের ক্ষেত্রেও আইন ও নৈতিকতা মেনেই সব পদক্ষেপ নেবেন।

জাস্টিন ট্রুডো ও সোফি ট্রুডো ২০০৫ সালের মে মাসে জুটি বেঁধেছিলেন। বর্তমানে ৫১ বছর বয়সি জাস্টিন ও ৪৮ বছর বয়সী সোফি দম্পতির রয়েছে তিনটি সন্তান।

বিবৃতিতে বলা হয়, তারা থাকবে একটি পরিবারের মতোই। প্রধানমন্ত্রী ও সোফি মনোযোগ দেবেন তাদের সন্তানদের নিরাপদ, ভালোবাসা ও সহযোগিতাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার দিকেই। যেকোনো ছুটিতে একত্রিত হবে এই পরিবার, যা শুরু হবে আগামী সপ্তাহেই।

ট্রুডো প্রায়ই প্রকাশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে করেছেন তার স্ত্রীর প্রশংসা করে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles