সর্বশেষ

41.3 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিতে ‘রাজি’ নন সাকিব!

টপ নিউজ ডেস্ক: বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে তামিম ইকবাল মূল আলোচনায় রয়েছেন। নীরব এবং সরব থাকা উভয়ই ‘গরম খবর’ অভিজ্ঞ এই ক্রিকেটারের। চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে ফেরার পর তামিম বসবেন বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সেটি পুরনো খবর। কিন্তু কবে হবে সেই বৈঠক অজানা ছিল সেটি। অবশেষে জানা যায়, বিসিবি কর্মকর্তাদের সঙ্গে তামিম বৈঠকে বসবেন বৃহস্পতিবার (৩ আগস্ট)। সেই বৈঠক শেষে হয়তো নতুন কোনো তথ্য জানা যাবে।

তামিম ইকবালের সঙ্গে বৈঠকের পর এশিয়া কাপের জন্য বিসিবি দল সাজাতে পারবে। কোমরের ব্যথা পরিচর্যা করতে তামিম এশিয়া কাপ থেকে ছুটি নিলে বাংলাদেশকে বিকল্প নেতৃত্বে খেলতে হবে। তামিম যদি বিশ্রামের জন্য সরে দাঁড়ান এশিয়া কাপ থেকে সেক্ষেত্রে লিটন দাস টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। ঘরের মাঠে ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজেও তিনি দলের অধিনায়ক ছিলেন।

তামিম অধিনায়ক না হলে টাইগারদের নেতৃত্ব দেবেন কে বিশ্বকাপে, এমন প্রশ্নে সাকিব আল হাসানের নাম প্রায় সবারই ভাবনায় আসবে। কিন্তু বাস্তবতা হলো, ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব নিতে চান না সাকিব। দেশের ক্রিকেটের বর্তমান বাস্তবতায় তার একজন ঘনিষ্ঠজন সাকিবের কাছে জানতে চেয়েছিলেন-বিসিবি থেকে ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করবেন কিনা? তিনি উত্তরে সাফ বলে দেন, রাজি হবেন না।

বিশাল অভিজ্ঞতা থাকার পরও আসন্ন ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের অধিনায়ক হতে সাকিব রাজি নন। বর্তমান বাস্তবতায় বাঁহাতি এ অলরাউন্ডার কোনো রকম বিতর্কের সুযোগ দিতে চান না। আর দশজন ক্রিকেটারের মতো দলের সাধারণ সদস্য হিসেবে তিনি থাকতে চান।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles