সর্বশেষ

26.4 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

ভারতের পেঁয়াজ-চিনি এনে টিসিবির মাধ্যমে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

টপ নিউজ ডেস্ক: ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভোক্তা পর্যায়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা ভারতের সঙ্গে কথা বলেছি আর ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গেও  আমার কথা হয়েছে। তাদের একটি নিষেধাজ্ঞা ছিল যে, চিনি ও পেঁয়াজ পার্শ্ববর্তী কোনো দেশকে দেবে না এমনকি সেখানেও  তারা একটু শিথিল করেছে। তারা আমাদের আবেদনটা বেশ সহানুভূতি নিয়ে দেখছে। আশা করছি, রমজানের আগেই আমরা একটা ইতিবাচক সাড়া পাব। সেই চিনি ও পেঁয়াজ আমরা টিসিবির মাধ্যমে ভোক্তাদের মাঝে দিতে পারব।

তিনি আরো জানান,  ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি ভারত দিতে পারবে বলে জানিয়েছে। আমরা বলেছি, আমাদের  চাহিদা আরেকটু  বেশি। আমরা ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ টন চিনি চেয়েছি। তারা বিষয়টি বিবেচনা করবেন। সামনে তাদের নির্বাচন, তাদের ভোক্তাদের কষ্ট দিয়ে তো আমাদের দেবে না। তবে যতটুকু সহনীয়, ততটুকু তারা দেবে। আমরাও উদ্যোগ নিয়েছি, টিসিবির মাধ্যমে আমরা যেন বাইরে থেকে পেঁয়াজ এনে বিক্রি করতে পারি।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles