সর্বশেষ

34.6 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ভোলায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

টপ নিউজ ডেক্সঃভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মেম্বার প্রাথী কবির ও বর্তমান মেম্বার হেলাল গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় দুইজন গুলিবিদ্ধসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহতদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১৩ এপ্রিল) বেলা সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বর্তমান মেম্বার হেলাল ও পরাজিত মেম্বার প্রার্থী কবির গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল। এরই জেরে বুধবার সকালে ক্লোজার বাজারে দুই গ্রুপ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও পরে গোলাগুলি শুরু হয়। হেলাল গ্রুপের লোকজনের গুলিতে কবির গ্রুপের দুইজন গুলিবিদ্ধ হয়। আহত হয় আরও চারজন। গুলিবিদ্ধ কবির বলেন, গত বুধবার ক্লোজার বাজারে আমার ভাইয়ের সঙ্গে হেলাল মেম্বারের ঝামেলা হয়। ওই ঘটনায় গতকাল আমার ভাই ভোলা সদর থানায় একটা মামলা করেন। এই মামলার জেরে আজ সকালে ক্লোজার বাজার মসজিদের সামনে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল আমাদের ওপর এলোপাতাড়ি গুলি করে ও রাম দা দিয়ে এলোপাথাড়ী কোপাতে থাকে। অপরদিকে আরেক গুলিবিদ্ধ আনোয়ার গাজী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাজারে যাওয়ার সময় গুলির শব্দ শুনে সামনে এগিয়ে যাই। এ সময় দেখি কবিরকে হেলাল মেম্বারের লোকরা গুলি করছে ও এলোপাতাড়ি মারছে। পরে কবিরকে বাঁচাতে এগিয়ে গেলে তারা আমার পায়েও গুলি করে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক ঘণ্টার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এখনো ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles