সর্বশেষ

30.6 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

মধ্য রমজানে বেড়েছে ছোলার দাম

শাহাদাত হোসাইনঃ  আজ শুক্রবার (১৫ই এপ্রিল) ,১৩তম রমজান।  পবিত্র মাহে রমজান  মধ্যবর্তী অবস্থায় অবস্থান করছে। আর  এই মূহুর্তে বাজারও তার চিরচেনা ‍রুপ  দেখাতে শুরু করেছে। রাজশাহী মহানগরীর বাজার ঘুরে এমনই চিত্র লক্ষ করা গেছে। শুক্রবার সকালে নগরীর শালবাগান কাঁচাবাজার ঘুরে দেখা গেছে সপ্তাহান্তে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।

তবে কিছু কিছু জিনিসের দাম কমেছেও । এখানককার ক্রেতা- বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।

তবে কিছু জিনিসের দাম কমে যাওয়াটাকেও তারা ভালো লক্ষণ হিসেবে মনে করছেন।

শালবাগান বাজার ঘুরে দেখা গেছে এখানে ছোলা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি,যা গত কয়েকদিনের তুলনায় বেড়েছে কেজি প্রতি ১০ টাকা।

দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১২০ টাকা ,যা বেড়েছে ৫ টাকা কেজি প্রতি ।

এছাড়াও আলু ১৫,ঢ়েড়শ ৩০,পটল ৫০ টাকা,কাচা মরিচ ৮০,শসা ৪০,লেবু প্রতি হালি ২০-৩০ টাকা, পিয়াজ ২০ , টমেটো ২৫,মিষ্টি কুমড়া ২০,বেগুন ৬০ , সজনে ডাটা ৪০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।

চাউলের বাজারে দেখা গেছে নাজির শাইল ৭৫, কাটারি ভোগ ৭২, বাসমতি ৭৫, মিনিকেট ৬০, আটাশ ৫৮, জিরা ৬৪, চিকন স্বর্ণা ৪৫ টাকা কজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও মাছ বাজার ঘুরে দেখা গেছে এবারের পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের তেমন চাহিদা না থাকায় অনেক ইলিশ বাজারে রয়েছে  যা বিক্রি হচ্ছে ৪০০ টাকা। কৈ মাছ ১৫০, তেলাপিয়া ১৪০, চিংড়ি প্রকারভেদে ৭০০-৮০০ ,রুপচাদা ৪৫০-৫০০ টাকা কেজি দরে ।

গরুর গোস্ত বিক্রি হচ্ছে ৬৫০,খাসির গোস্ত ৮০০,ব্রয়লার মুরগী ১৫০-১৬০, পাকিস্তানি মুরগী ২৫০-২৬০ টাকা কেজি দরে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles