সর্বশেষ

27 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

মশা কামড় দিলেও দোষ সরকারের : প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে, যা কিছু দোষ সব সরকারের। মশা কামড় দিলেও সেটা সরকারের দোষবলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডেঙ্গু বিষয়ে বেশি দরকার সচেতনতা। বেশি দৃষ্টি দিতে হবে ঘরবাড়িতে মশা যেন না থাকে সেদিকে। আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে, যা কিছু দোষ সব সরকারের। মশা কামড় দিলেও সেটা সরকারের দোষ। মশার প্রজনন যাতে না হয় সেজন্য নিজের বাড়িঘর সাফ রাখতে হবে।

আজ সোমবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অ্যালামনাই ট্রাস্ট কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলনায়তনে।

শেখ হাসিনা আরো বলেন, সবার বাড়ি তো সরকার সাফ করে দিয়ে আসতে পারবে না। যার যার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা নিজের ব্যাপার। সচেতন নিজেকেই করতে হবে। মেনে চলতে হবে স্বাস্থ্য সুরক্ষা।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles