সর্বশেষ

33.4 C
Rajshahi
শুক্রবার, মে ১০, ২০২৪

মানুষ কষ্টে আছে : প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে কষ্টে আছে। এজন্য আর বাড়তে দেওয়া যাবে না মূল্যস্ফীতি।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান। আজ ৬ জুন (মঙ্গলবার)একনেক সভা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো সভাপরবর্তী সংবাদ সম্মেলনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, মানুষ কষ্টে আছে মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে আমরা স্বীকার করে নিচ্ছি। কিন্তু স্বীকার করে বসে থাকলে হবে না। একে নানা কৌশলে মোকাবিলা করতে হবে। একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, মোকাবিলা করতেই হবে মূল্যস্ফীতি। প্রথম উদ্দেশ্য হবে, আর যাতে না বাড়ে।

প্রধানমন্ত্রী আরো বলেন, শক্তিশালী স্টক করতে হবে টিসিবিকে। স্টক শুধু ঢাকায় করলে হবে না।বিভিন্ন জায়গায় সংবেদনশীল পণ্যের স্টক বাড়াতে হবে রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রামে। বৈজ্ঞানিক ভিত্তিতে বাড়াতে হবে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ যা আছে সব কিছুর স্টক। গবেষণা করে খুঁজে বের করতে হবে মূল্যস্ফীতি কেন বাড়ছে এর কারণ।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles