সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

মালয়েশিয়ায় বিমান বিধ্বস্ত

টপ নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার সেলানগরে প্রদেশের এলমিনা শহরে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

মালেশিয়া ভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মালয়েশিয়ার সিভিল এভিয়েশন অথরিটি নিশ্চিত করে বলেন, প্রাইভেট বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। সেখানে ছয় যাত্রী এবং দুজন ফ্লাইট ক্রুসহ আট আরোহী ছিলেন। বিমানের  বাকি আরোহীদের অবস্থা এখনো জানা যায়নি।

সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে বিমানটির প্রথম যোগাযোগ হয়েছিল দুপুর ২টা ৪৭ মিনিটে। কিন্তু দুপুর ২টা ৫১ মিনিটে সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া দেখতে পায়।

কুয়ালালামপুর অ্যারোনটিক্যাল রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।এর আগে বিমানটি লাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ২টা ৮ মিনিটে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে গিয়েছিল।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles