সর্বশেষ

36.7 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

রাজশাহীতে হেলমেট ছাড়া বাইকে উঠলেই মামলা

টপ নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

তিনি বলেন, হেলমেট ছাড়া জ্বালানি বিক্রি না করতে এরই মধ্যে পেট্রোলপাম্পগুলোতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তার প্রয়োজনেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চালক ও আরোহী দুজনকেই হেলমেট পরতে হবে। কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেলে উঠলে আইনি ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ।

বুধবার ট্রাফিক আইন প্রতিপালন বিষয়ে চালক ও অভিভাবকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আরএমপি কমিশনার আরও বলেন, হেলমেট নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য। নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম প্রথমে ঢাকায় শুরু হয়ে সফল হয়েছে। রাজশাহীতেও সফল হবে। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক ও ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার অনিবার্ন চাকমা।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles