সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

মাহে রমজান পর্ব-২

টপ নিউজ ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে টপ নিউজের  প্রতিদিনের বিশেষ আয়োজন

বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারো এসেগেছে পবিত্র মাহে রমজান। শুরু হয়েছে সংযম সাধনার মাস ।এই  খোশ আমদেদ মাহে রমজানের ২য় দিন আজ। মহান আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়।

পবিত্র এই মাসের ফজিলত অনেক, আর এই ফজিলত পবিত্র কোরান শরীফ, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। যা আজ আপনাদের জন্য তুলে ধরা হলো-

এ মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসুল হযরত মুহাম্মাদ (সা:) এর উপর নাযিল করেন পবিত্র আল কুরআন। মহান আল্লাহ তায়ালা আল কুরআনের সুরা বাকারাতে উল্লেখ করেছেন- (রমযান মাসে অবতীর্ণ করা হয় কুরআন)। শুধু আল কুরআন নাযিল দ্বারাই এ মাসের ফজিলতে ক্ষ্যান্ত করা হয়নি। অন্য আয়াতে বলেন – এ মাসে এমন একটি রাত্র আছে যার মর্যাদা হাজার মাসের চেয়ে অধীক। যেমন সুরা আল কদর-এ বর্ণিত হয়েছে- কদরের রাত হলো  সহস্র মাসের চেয়ে উত্তম। পবিত্র এই মাস সম্পর্কে রাসুল (স:) বলেছেন- (যে ব্যক্তি ঈমান ও সদিচ্ছাসহ রোজা পালন করলো ঐ ব্যক্তির পূর্বের কৃত সকল গুনাহসমূহ ক্ষমা করা হবে)। রমাজান মাসের রোজা আল্লাহ তায়ালা সকল বয়স্ক জ্ঞানবান লোকের উপর ফরজ করে দিয়ে ঘোষণা করেছেন, 

”হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পার’: আল কুরআন।

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত’: আল হাদিস

নির্দেশনায়: শিরাজী ফেরদৌস ইমন

সম্পাদনায়: নাসরিন ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles