সর্বশেষ

30.6 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

মুঠোফোনে কত রিচার্জ করলেন, জানাতে হবে এনবিআরকে

টপ নিউজ ডেস্কঃ জীবনযাত্রার খরচের বিবরণীতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) মুঠোফোনের রিচার্জ, ইন্টারনেট প্যাকেজের তথ্যও দিতে হবে।

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় জীবনযাত্রার খরচে ৯ ধরনের তথ্য দিতে হবে। এমনটিই বলা হচ্ছে এনবিআরের নতুন আইনে। প্রতি বছর জুলাই থেকে প্রতিবার পরের বছরের জুন পর্যন্ত রিচার্জের হিসাব টুকে রাখতে হবে।

কারণ, আপনাকে আয়কর রিটার্ন দেওয়ার সময় দেখাতে হবে মুঠোফোনের বিলের খরচ। একইভাবে কতো খরচ করলেন ইন্টারনেটের পেছনে, সে তথ্যও জানাতে হবে। জীবনযাত্রার খরচের বিবরণী দাখিলের সময় নতুন আয়কর আইন অনুযায়ী, রিটার্ন জমার সময় এসব তথ্য দিতে হবে। এটা আগের আইনে ছিল না। এছাড়াও দিতে হবে গ্যাস, পানি, বিদ্যুৎ বিলের তথ্যও। আইটি ১১গ (২০২৩) ফরমে জীবনযাত্রার ব্যয়–সম্পর্কিত বিষয়াবলি দিতে হয়।

অবশ্য কেবল বার্ষিক পাঁচ লাখ টাকার বেশি আয় এবং ৪০ লাখ টাকার বেশি সম্পদ থাকলেই সম্পদের বিবরণীসহ এই জীবনযাত্রার হিসাব–নিকাশ জমা দিতে হবে। তবে এই সীমা অতিক্রম না করলেও যেকোনো করদাতা চাইলে তার জীবনযাত্রার বিবরণী জমা দিতে পারেন।

সম্পাদনায়: হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles