সর্বশেষ

34.6 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

মুরগির দাম আরও বেড়েছে, গরুর মাংস ৮০০ টাকায় আটকে আছে

টপ নিউজ ডেস্ক: সামনে পবিত্র ঈদুল ফিতর।  ঠিক তার  আগে লাগামছাড়া হয়ে উঠেছে মাংসের সব বাজার। তবে বেড়েছে সব ধরনের মাংসের দাম। দেখা গেছে , ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ২৫০ টাকা ছাড়িয়েছে। এদিকে  বেড়েছে সোনালি মুরগির দামও।  আরো জানা গেছে, ব্রাজিল থেকে মাংস ও গরু আমদানির আলোচনা সামনে এসেছে। এতে কেজিপ্রতি ৮০০ টাকায় আটকে গেছে গরুর মাংসের দাম। আরেকদিকে খাসির মাংস কোথাও কোথাও কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা পর্যন্ত উঠেছে।

রাজধানীর মিরপুরের শাহ আলী বাজার, পলাশী বাজার, নিউমার্কেট কাঁচাবাজার, হাতিরপুল বাজার, মগবাজার ও কারওয়ান বাজার ঘুরলে দেখা যায়, ঈদের আগে মাংসের বাজার বেশ চড়ে গেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম পড়ছে ২৫০ থেকে ২৬০ টাকা যা কি না  দেড় সপ্তাহ আগে যা ছিল ২১০ থেকে ২২০ টাকা। এছাড়াও সোনালি মুরগির দাম এক সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি আরও ২০ টাকার মতো বেড়েছে ।

গরুর মাংসের দাম ছিলো সপ্তাহখানেক আগে কেজিপ্রতি ৮০০ টাকা। তবে নতুন করে ব্যবসায়ীরা দাম না বাড়ালেও আগে থেকে কোথাও ৫০ টাকা কমে মাংস পাওয়া যাচ্ছিল তবে  এখন আর সেই পরিস্থিতি নেই। তবে শুধু কারওয়ান বাজারের বিক্রেতারা ২০ টাকা কমে ৭৮০ টাকায় মাংস বিক্রি করছেন। বাজারে খাসির মাংসের দামও বাড়তি।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles