সর্বশেষ

33 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে : আপিল বিভাগ

টপ নিউজ ডেস্ক: আপিল বিভাগ জানিয়েছেন পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন। জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ রিটের পক্ষে শুনানি করেন।

এর আগে গতকাল সোমবার চেম্বার আদালত রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন। এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন। জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ রিটের পক্ষে শুনানি করেন।

শুনানিতে এ কে এম ফয়েজ বলেন, রমজান পবিত্র মাস। দুই বছর সব প্রতিষ্ঠান বন্ধ ছিল করোনার সময়। পড়ালেখার কোনো ক্ষতি হবে না রমজানে ১০-১৫ দিন স্কুল বন্ধ রাখলে। বরং যানজটের সৃষ্টি হবে খোলা রাখলে, সমস্যায় পড়বেন অভিভাবকরা। এ ছাড়া স্কুল বন্ধ রাখতে বিভিন্ন জায়গায় মানববন্ধন করে যাচ্ছেন অভিভাবকরা।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles