সর্বশেষ

31.9 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

রাজশাহীতে উদ্বোধন হলো বিশুদ্ধ পানির বুথ

টপ নিউজ ডেস্কঃ সিটি করপোরেশনের বাসিন্দারা বলে আসছিলেন, ওয়াসার পানি পানের হয়ে পড়েছে অনুপযোগী । এরপরও সম্প্রতি কর্তৃপক্ষ পানির দাম তিন গুণ বাড়িয়েছে । উপায় না পেয়ে অনেকটা বাধ্য হয়েই এই পানিই পান করছেন নগরবাসী। এই সংকট থেকে তাঁদের কিছুটা হলেও স্বস্তি মিলল । নগরে সুপেয় পানির এটিএম বুথ বসেছে ।

গতকাল শনিবার বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উদ্বোধন করেন এই সেবার । নগরে আপাতত লক্ষ্মীপুর মোড়, এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান,শাহ মখদুম দরগার সামনে ও বহরমপুর মোড় বিশুদ্ধ পানির বুথ স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বুথ বাড়ানো হবে। বুথে ৮০ পয়সায় ১ লিটার পানি পাওয়া যাচ্ছে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles