সর্বশেষ

34.6 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

টপ নিউজ ডেস্কঃ মারাত্মক সিডিউল বিপর্যয় ঘটেছে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারি ট্রেনে। গত সোমবার সিল্কসিটি ট্রেনের চাকা অকেজো হয়ে যাওয়ায় ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে লাইনচ্যুত হওয়ায় পশ্চিমাঞ্চল রেলে চলাচলকারি অধিকাংশ দূরপাল্লার ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে।

৫ থেকে ৭ ঘণ্টা বিলম্বে প্রতিটি ট্রেন চলাচল করছে। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে যাত্রা বাতিল করতে হয়েছে, আজ (মঙ্গলবার) সকালের চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রেলরুটের আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেন। এতে চরম বিড়ম্বনায় পড়েন শত শত যাত্রী। বাধ্য হয়ে যাত্রীদের টিকিটের দাম ফেরত দিয়েছে রেল কর্তৃপক্ষ।

এদিকে ট্রেনের স্বাভাবিক গতি ও চলাচল বিঘ্ন ঘটায় আজ (২৫ অক্টোবর) ৫ ঘণ্টা বিলম্বে সকালের রাজশাহী-ঢাকা রুটের সিল্কসিটি ট্রেন রাজশাহী ছেড়েছে। এ ব্যাপারে পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, চেষ্টা চলছে ট্রেন চলাচল স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে।

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, ঢাকা-রাজশাহী রুটে ৫-৬ ঘন্টা দেরিতে ছাড়ছে প্রতিটি ট্রেন। সিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরাও।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles