সর্বশেষ

41.3 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

রাজশাহী মহানগরীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

টপ নিউজ ডেস্ক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো: জাহিদুল ইসলাম (২৭) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনীর বউ বাজারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। জাহিদুলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি জাহিদুল চন্দ্রিমা থানার প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চলের কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী’র সামনে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের নেতৃত্বে এসআই মো: মোস্তাক আহম্মেদ, এএসআই মো: আনোয়ার হোসেন ও তাঁদের টিম আজ দুপুর পৌনে ২ টায় অভিযান পরিচালনা করে  উক্ত স্থান থেকে আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করে।

উল্লেখ্য, আরএমপি’র চন্দ্রিমা থানার এসআই মো: আসলাম হোসেন গত ২৩ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ আসামি জাহিদুল ইসলামকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই আসলাম আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে এজাহার দায়ের করলে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে চন্দ্রিমা থানার এসআই মো: রেজাউল করিম গত  ২০২২ সালের ৩১ আগস্ট আসামি জাহিদুলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি জাহিদুল ইসলামকে ৬ মাসে সাজা প্রদান করেন।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles