সর্বশেষ

25.5 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

রাতেই দেখা মিলবে গোলাপী চাঁদের

টপ নিউজ ডেস্ক: এপ্রিল মাসের পূর্ণিমার চাঁদকে ‘পিঙ্ক মুন’ বা ‘গোলাপি চাঁদ’ নামে ডাকা হয়। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতের আকাশে এই চাঁদের দেখা মিলবে। এছাড়া আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই চাঁদ দেখা যাবে।

এপ্রিলের পূর্ণিমার চাঁদের আরও নাম রয়েছে। যেমন- ‘ফিশ মুন’ (মাছ চাঁদ, ‘গ্রাস মুন’ (ঘাস চাঁদ) ও ‘এগ মুন’ (ডিম চাঁদ)।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে দেখা মিলবে পূর্ণ গোলাপি চাঁদের। অন্যদিকে ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় আগামীকাল বুধবার এই গোলাপি চাঁদ পূর্ণরূপে দেখার সুযোগ পাওয়া যাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝবরাবর অবস্থান করে, তখনই দেখা যায় পূর্ণ চাঁদ। তবে নাম গোলাপি হলেও এপ্রিলের এই পূর্ণ চাঁদের রং কিন্তু নয় পুরোপুরি গোলাপি। কোথাও কোথাও চাঁদটি দেখা যেতে পারে কমলা রঙেও। রাত বাড়ার একপর্যায়ে চাঁদটি ধারণ করবে উজ্জ্বল সাদা রং। এছাড়া ধোঁয়াসহ আবহাওয়াগত নানা কারণে এই চাঁদ দেখা দেবে না চোখে গোলাপি রঙে। সাধারণত তা দেখা যাবে সোনালি রঙেই।

বিশ্বজুড়ে পূর্ণিমার চাঁদের বিভিন্ন নাম রয়েছে। আর এসব নাম এসেছে বিভিন্ন ঋতু, ঐতিহাসিক ফসল, এমনকি কোনো প্রাণীর বিচিত্র আচরণ থেকে। গোলাপি চাঁদ নাম এসেছে আমেরিকা অঞ্চলে বসন্তের শুরুতে ফোটা একটি বুনো ফুল থেকে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles