সর্বশেষ

41.4 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

রাসিক নির্বাচন : আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ প্রার্থীকে জরিমানা

টপ নিউজ ডেস্কঃ আচরণবিধি লঙ্ঘনের দায়েরাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে পাঁচ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নগরীর বিভিন্ন এলাকায় সোমবার (৫ জুন) বিকেল থেকে ৯টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এসময় পাঁচ কাউন্সিলর প্রার্থীকে আচারণবিধি ভেঙ্গে প্রচার-প্রচারণা চালানোর দায়ে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিউর রহমানকে প্রচার-প্রচারণায় একাধিক মাইক ব্যবহারের দায়ে ৫০০ টাকা, ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রুহুল আমিন ও ৬ নম্বর ওয়ার্ডের শিবলী রহমানকে অনুমোদনহীন শব্দ যন্ত্র ব্যবহারের দায়ে ৫০০ টাকা, ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী আব্দুল মোমিনকে মোটরসাইকেল শোভাযাত্রা করার দায়ে ৩০০ টাকা ও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জেসমিনকে রাস্তা বন্ধ করে প্রচারণা চালানোর দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা এ বিষয়ে বলেন, বেশকিছু প্রার্থীকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles