সর্বশেষ

34.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

রাসিক নির্বাচন : প্রার্থীর ব্যানার-ফেস্টুন অপসারণে উত্তেজনা

টপ নিউজ ডেস্কঃ নির্বাচনী প্রচারে ব্যাবহৃত অধিক আয়তনের ব্যানার অপসারণের সময় ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সাথে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির হয়েছে। ব্যানারটি ছিল রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের। গতকাল মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটে নগরীর ডিঙ্গাডোবা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আওয়ামী লীগ সমর্থকদের দাবি, নৌকার প্রতীকে ব্যানার ফেস্টুন গণহারে ছিড়ে ফেলা হয়েছে। ওই ব্যানার ফেস্টুনে ছিল প্রধানমন্ত্রী, মেয়র প্রার্থী এবং নৌকা প্রতীকের ছবি, যা প্রশাসন পদদলিত করেছে। এতে ক্ষুদ্ধ হন আওয়ামী লীগের সমর্থকরা। এনিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের মাঝে।

তবে প্রশাসনের দাবি হয়নি এমন কিছু। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা এ বিষয়ে জানান, এ বিষয়ে ছড়ানো হচ্ছে গুজব। নির্বাচনী প্রচারে ব্যাবহৃত একজন প্রার্থীর ব্যানার নির্ধারিত ব্যানারের আয়তনের চাইতে বেশি ছিল। তাই নিয়ম মেনে আমরা প্রার্থীর লোকেদের সাথে নিয়েই ওগুলো সরিয়ে নিচ্ছি। না জেনেই প্রার্থীর সমর্থকরা এসব বলছেন।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, কোন প্রার্থীর প্রচার সামগ্রী নির্ধারিত আয়তনের বেশি হলে তা অবশ্যই ম্যাজিস্ট্রেট স্থানীয় পুলিশকে নিয়ে সরিয়ে ফেলতে পারবেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles