সর্বশেষ

41.4 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

রাসিক নির্বাচন : সিসি ক্যামেরা থাকছে ১৫৩ টি কেন্দ্রে

টপ নিউজ ডেস্কঃ আজ (১৯ জুন) শেষদিন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার। শেষ বারের মত গণসংযোগ, পথসভা ও মিছিল মিটিং সেরে নিচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বি মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

সুষ্ঠু ভাবে ভোট গ্রহণের জন্য মহানগরীর ৩০টি ওয়ার্ডে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পুলিশ আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব, বিজিবি ও সাদা পোষাকে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণের জন্য আইন শৃঙ্খলাবাহিনী নিয়োজিত থাকবে।

মঙ্গলবার (২০জুন) সকাল ১০টা থেকে ১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জমাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। এর মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে ১৪৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহিৃত করে। চলমান রয়েছে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর কার্যক্রম।

এছাড়াও নিয়োজিত করা হয়েছে ৩০ জন ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন করে প্রতিটি ওয়ার্ডের জন্য দায়িত্ব পালন করবেন।

তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন রাজশাহী সিটিতে ভোট দিবেন। এক লাখ ৭১ হাজার ১৬৭ জন পুরুষ ভোটার এবং এক লাখ ৮০ হাজার ৮০৯ জন নারী ও ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ভোট গ্রহন করা হবে ১৫৫টি ভোট কেন্দ্রের ১১৫৩টি কক্ষে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles