সর্বশেষ

34.1 C
Rajshahi
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ঈদের সরকারী ছুটি বাড়লো একদিন

টপ নিউজ ডেস্কঃ  আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ঈদের ছুটি শুরু হবে আগামী ২৭ জুন থেকে।

আজ সোমবার (১৯ জুন) এ সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি পর্যন্ত আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত। এখন এই ছুটি মন্ত্রিসভা ২৭ জুন থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ঈদের ছুটি আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ৪ দিন থাকবে। পরদিন সাপ্তাহিক ছুটি ১ জুলাই (শনিবার) থাকবে। সে হিসেবে সরকারি চাকরিজীবীরা টানা মোট ৫ দিন ছুটি পাবেন।

এর আগে এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গত ১৩ জুন বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছিলেন, ঈদের সময় সহজে মানুষ যাতে গ্রামে যেতে পারেন সেজন্য ছুটির সুপারিশ করেছি আমরা আগামী ২৭ জুন থেকে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles