সর্বশেষ

26.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

শুরু হয়েছে পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক বিশেষ ট্রেন

টপ নিউজ ডেস্কঃ  পদ্মা সেতু দিয়ে  চলাচল শুরু হয়েছে পরীক্ষামূলক বিশেষ ট্রেন। এর মধ্য দিয়ে  দুই পাড়ের মানুষের আরেকটি স্বপ্ন পূরণ হলো। ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশন পর্যন্ত  দক্ষিণ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হলো পরীক্ষামূলক এ বিশেষ ট্রেন চলাচলের মধ্য দিয়ে। কর্তৃপক্ষ চলতি বছরের সেপ্টেম্বর মাসে রেললাইন সবার জন্য উন্মুক্ত করার আশা প্রকাশ করেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ফিতা কেটে বিশেষ ট্রেনটি  উদ্বোধন করেন আনুষ্ঠানিকভাবে। এরপর ১টা ১৫ মিনিটে বিশেষ ট্রেনটি চলতে শুরু করে। 

উদ্বোধনের পর বিশেষ বগিতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে যাত্রা করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম লিটন চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু,  মাদারীপুর-৩ আসনের সাংসদ আব্দুস সোবহান গোলাপ, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী, পদ্মা সেতু রেল প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল একেএকম রেজাউল মজিদ, ডেপুটি সমন্বয়ক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ, প্রকল্প ব্যবস্থাপক বিগ্রেডিয়ার জেনারেল সাইদ আহমেদসহ ফরিদুপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার প্রমুখ। এ সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪২ নম্বর পিয়ার ও পদ্মা সেতু পেরিয়ে মাওয়া প্রান্তের ১ নম্বর পিয়ারের কাছে উচ্ছ্বাস প্রকাশ করা হয় আতশবাজি ফাটিয়ে ।

পদ্মা সেতুর রেললাইন প্রকল্পের  কর্মকর্তা, শ্রমিক ও স্থানীয় জনতা প্রকাশ করেছেন উচ্ছ্বাস । ভাঙ্গা-মাওয়া রেল লিংক প্রকল্পের ব্যবস্থাপক বিগ্রেডিয়ার জেনারেল সাইদ আহমেদ (এনডিসি, পিএসসি) বলেন, প্রকল্পটির সঙ্গে জড়িত সবাই উচ্ছ্বসিত। ট্রেনটি পরীক্ষামূলক পদ্মা সেতুর রেললাইনে চলাচল শুরু হয়েছে। আশা করি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে উন্মুক্ত করতে পারব যাত্রী সাধারণের জন্য ট্রেন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles