সর্বশেষ

30.6 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

শুরু হলো ভারতের সূর্য অভিযান

টপ নিউজ ডেস্কঃ  শুরু হলো ভারতের সূর্য অভিযান। শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইসরোর মহাকাশযান, আদিত্য এল-১।

উৎক্ষেপণের পর ১৬ দিন পৃথিবীর চারপাশে পাক খাবে সৌরযানটি। এ সময় ৫টি ধাপে সঞ্চয় করবে প্রয়োজনীয় গতিবেগ। পরবর্তী ১শ’ ১০ দিনে ১৫ লাখ কিলোমিটার দুরে সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে পৌঁছে, নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে আদিত্য এল-ওয়ান। কক্ষপথের এই পয়েন্টের বড় সুবিধা হলো, সেখান থেকে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সব সময় সূর্যের বিভিন্ন কার্যকলাপ পর্যবেক্ষণ করা যাবে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির তথ্যমতে, ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হলো এমন একটি স্থান যেখানে সূর্য ও পৃথিবীর মধ্যকর্ষণ শক্তি থাকে না। আদিত্য-এল ১ পৃথিবীর মতো একই গতিতে সূর্যকে প্রদক্ষিণ করতে সক্ষম হবে যদি মহাকাশযানটি ল্যাগ্রেঞ্জ পয়েন্টে স্থাপন করা যায়। এতে করে স্যাটেলাইট পরিচালনার জন্যও খুব কম জ্বালানির প্রয়োজন হবে। সংস্থাটির দাবি, আদিত্য এল -১-এর পাঠানো প্রথম ছবি আগামী ফেব্রুয়ারিতেই পাওয়া যেতে পারে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles