সর্বশেষ

34.8 C
Rajshahi
সোমবার, মে ১৩, ২০২৪

শ্রীনগরে কারেন্ট জাল ও ইলিশ জব্দ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ইলিশের প্রধান প্রজনন মৌসুম-২০২৩ মৎস্য অভিযানে কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর ভাগ্যকুল, মান্দ্রা ও নুরু বয়াতির চরে অভিযান চালানো হয়।

এ সময় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার এসআই আরিফুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা আজিজুল হক, ক্ষেত্র সহকারী ছাদিয়াতুজ জোহরা বেগম প্রমুখ। মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, অভিযানের খবর পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায়।

এ সময় কারেন্ট জাল জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয়। ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযান চলাকালীন সময় মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ ও লৌহজং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম শ্রীনগর টীমের সাথে যোগদান করেন। মা ইলিশ রক্ষায় (আগামী ০২ নভেম্বর পর্যন্ত) এই অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles