সর্বশেষ

42.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

নওগাঁয় বাস ধর্মঘটে যাত্রীরা ভোগান্তিতে

টপ নিউজ ডেস্কঃ মহাসড়কে অটোরিকশা চলতে বাধা দেয়াকে কেন্দ্র করে নওগাঁয় ধর্মঘটের ডাক দিয়েছেন বাস ও অটোরিকশা মালিক-শ্রমিকরা। ফলে নওগাঁ থেকে ঢাকা-রাজশাহীসহ আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা।

আজ (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। আকস্মিক এই বাস ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও অটোরিকশা না পেয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। অনেকে ইজিবাইকে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এতে বেশি ভাড়া গুণতে হচ্ছে তাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নওগাঁর মান্দায় ফেরিঘাট এলাকায় মহাসড়কে অটোরিকশা চালাতে বাধা দেয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পরই সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন ও মালিকরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles