সর্বশেষ

42.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

শ্রীনগরে যুবককে হত্যাচেষ্টার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

টপ নিউজ ডেস্ক: শ্রীনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সেলিম তালুকদার (৩৪) নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ষোলঘর হরেন্দ্রগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তা এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতশত নারী-পুরুষ ও ভুক্তভোগী সেলিম তালুকদারের পরিবারের স্বজনরা মানববন্ধনে অংশ নেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, গত ২৪ জানুয়ারি বুধবার বিকালে ষোলঘর ইউনিয়নের মুন্সীপাড়ার লিটন তলিুকদার তার ছেলে মোয়াজ্জেম ও মিলন পরিকল্পিতভাবে প্রতিবেশী সেলিম তালুকদারকে হত্যার জন্য ধারালো ছুরি দিয়ে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত সেলিম এখন ঢাকা মেডিকেল হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনার সাথে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন তারা। সেলিমমের পিতা শামসুল তালুকদার বলেন, সেলিমের অবস্থা ভালোনা। তার চিকিৎসা চলছে। মামলার আসামীদের জামানি আনতে একটি মহল চেষ্টা করছেন। উল্লেখ, ঘটনার দিন বাড়ির সীমান বিরোধ ও রাস্তায় টিনের দরজা নির্মানেকে কেন্দ্র করে প্রতিবেশী লিটন তালুকদারের সাথে সেলিম তালুকদারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় শামসুল তালুকদারের ছেলে মোয়াজ্জেম চাকু দিয়ে সেলিমকে একাধিক আঘাত করে রক্তাক্তজখম করে। এ ঘটনায় সেলিমের পিতা শামসুল তালুদার শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত ২ নারীসহ ৫ জন আসামীকে আদালতে প্রেরণ করেন। পরে বিজ্ঞ আদালত লিটন তালুকদারের স্ত্রী মিনু (৫৫) বেগম ও পুত্রবধূ আয়শা বেগমের (২৫) জামিন মঞ্জুর করেন। অপরদিকে মামলার আসামী লিটন তালুকদার (৫৮) তার পুত্র মোয়াজ্জেম (৩০) ও মিলনকে (৪০) কারাগারে পাঠান।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles