সর্বশেষ

31.4 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

অপরাধ নিয়ন্ত্রণে এবার স্থায়ী হলো দ্রুত বিচার আইন

টপ নিউজ ডেস্ক: স্পর্শকাতর মামলার বিচার ও অপরাধ নিয়ন্ত্রণে স্থায়ী করা হয়েছে  ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০২৪’। আইনটির মেয়াদ ছিল ৯ এপ্রিল পর্যন্ত। তবে স্থায়ী হওয়ায় এখন থেকে বাড়াতে হচ্ছে না ধাপে ধাপে এ আইনের মেয়াদ।

সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে হয়েছে এমন সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। এ আইনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ মন্ত্রিসভায় তুলেছিল। সচিব বলেন, আইনটি পুরোনো, আগে যা ছিল, তা-ই থাকবে। কেবল মেয়াদ দুই বা তিন বছর না বাড়িয়ে করা হয়েছে স্থায়ী।

কেন স্থায়ী করা হলো, এ প্রশ্নে মাহবুব বলেন, জননিরাপত্তা বিভাগ থেকে বলা হয়েছে, অনেক সুফল আছে আইনটির। অপরাধ নিয়ন্ত্রণে খুব কাজে লেগেছে, তাই তারা আইনটি কন্টিনিউ করতে চাচ্ছে। 

 

দ্রুত বিচার আইনে বিচারকাজ নিষ্পত্তি করার বিধান রয়েছে ১২০ দিনের মধ্যে। এ সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে সময় পাওয়া যায় আরও ৬০ দিন।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles