সর্বশেষ

23.9 C
Rajshahi
সোমবার, মে ৬, ২০২৪

সন্ধ্যায় বৈঠকে বসছে আওয়ামী লীগ

টপ নিউজ ডেস্ক: সন্ধ্যায় আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বসছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ বৈঠকে আলোচনা হতে পারে, কে কোন দায়িত্ব পালন করবেন নির্বাচনকে ঘিরে, কার কী ভূমিকা থাকবে দলের ইশতেহার তৈরিতে, দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক অবস্থা কী, এসব নিয়ে।

বৈঠকটি সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে।আগামী রাজনীতি ও নির্বাচনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে দলের সেই বৈঠকেই জানিয়েছেন দলটির একাধিক সিনিয়র নেতা।

জানা গেছে, ৯টি এজেন্ডা ঠিক করা হয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকের জন্য। এগুলো হলো- শোক প্রস্তাব, দলের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদযাপন (২৮ সেপ্টেম্বর), শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর), জেলহত্যা দিবস (৩ নভেম্বর), নূর হোসেন দিবস (১০ নভেম্বর), ডা. মিলন দিবস (২৭ নভেম্বর), সমসাময়িক বিষয় (জাতীয় ও আন্তর্জাতিক), সাংগঠনিক বিষয় ও বিবিধ। এ ছাড়া বৈঠকে দলীয়প্রধান শেখ হাসিনা একগুচ্ছ নির্বাচনী দিকনির্দেশনা দিতে পারেন।

বিরোধী দলগুলোর লাগাতার আন্দোলন মোকাবিলায় করণীয়, নির্বাচন নিয়ে দেশ-বিদেশে চলমান রাজনৈতিক ইস্যু এবং আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বৈঠকে। এ বৈঠক থেকেই নির্বাচনী কৌশল নির্ধারণ হবে।

এদিকে এতদিন আওয়ামী লীগের পক্ষে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এইচ টি ইমাম। তার মৃত্যুর পর এখন এ দায়িত্ব কার কাঁধে পড়বে, তা নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে আওয়ামী লীগে। আজকে সেই বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

সম্পাদনায়: হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles