সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে

টপ নিউজ ডেস্ক: স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করার আগে তাকে গ্রেপ্তার করতে হলে পূর্বানুমতি নিতে হবে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের।

এই বিধান রেখে মঙ্গলবার (৪ জুলাই) ‘সরকারি চাকরি (সংশোধন) বিল–২০২৩’ জাতীয় সংসদে পাস হয়েছে। এতে স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের বেতন–ভাতা, অবসর সুবিধা আওতায় আনা হয়েছে সরকারি চাকরি আইনের।

বিল পাসের আগে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান আলোচনায় অংশ নিয়ে  বলেন, এই আইনের একাধিক বিধান সংবিধান ও দেশের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, আজ চরম বিশৃঙ্খলা। তারা মানেন না ওয়ারেন্ট অব প্রিসিডেন্স। প্রজাতন্ত্রের কিছু কিছু কর্মচারী নিজেকে ভাবেন স্বঘোষিত মার্শাল আইয়ুব খান বা তার অনুসারী। তাদের ইচ্ছেমত স্বাধীন ও জনস্বার্থের সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত নিয়ে অবস্থান নেন জনপ্রতিনিধি ও জনগণের বিরুদ্ধে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles