সর্বশেষ

36.7 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব, মুশফিক ও মুস্তাফিজ

টপ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুপুরে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে। অধিনায়ক তামিম সতীর্থদের পরামর্শ দিয়েছেন এ সিরিজকে হাল্কাভাবে না নেয়ার। ওয়ানডে সিরিজে সফরকারীরা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে বলেও টাইগার অধিনায়ক জানিয়েছেন।

বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে হবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচই। দুই দলের মধ্যে এটি মাত্র তৃতীয় ওয়ানডে সিরিজ। প্রথম দুটি সিরিজেই বাংলাদেশ শিরোপা ঘরে তুলেছে।

ওয়ানডেতে ১১ বার মুখোমুখি হয়েছে দল দুটি। যেখানে জয়জয়কার বাংলাদেশের । ৭ জয়ের বিপরীতে ৪ টিতে টাইগারদের হার। বাংলাদেশের ৭ জয়ের চারটিই এসেছে ঘরের মাটিতে।

এদিকে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার মুশফিকুর রহিম এবং কাটার মাস্টার খ্যাত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এমন ম্যাচে মাঠে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন।

তিন ম্যাচ সিরিজের দুটি ম্যাচ খেললেই মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম স্পর্শ করবেন প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ২৫০ ওয়ানডে খেলার মাইলফলক । অন্যদিকে সিরিজে ৪ উইকেট তুলতে পারলে মুস্তাফিজুর রহমান চতুর্থ বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন । ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের দরকার ২ উইকেট ।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles