সর্বশেষ

25.5 C
Rajshahi
শনিবার, মে ৪, ২০২৪

সরকারি কর্মচারীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে মিয়ানমার

টপ নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের জান্তা সরকার এবার সরকারি বেসামরিক কর্মচারীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শান প্রদেশে সরকারি কর্মচারীদের তালিকাও এ লক্ষ্যে তৈরি করছে দেশটি।

মূলত এই সিদ্ধান্ত দেশটি নিয়েছে তথাকথিত পিপলস মিলিশিয়া বা জনগণের মিলিশিয়া গঠনের জন্য। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সরকার দক্ষিণাঞ্চলীয় শান প্রদেশে সরকারি কর্মচারীদের তথাকথিত জনগণের মিলিশিয়া গঠনের জন্য তালিকা তৈরি করছে। এই তালিকায় স্থান পাচ্ছেন স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কর্মরত কর্মচারীরাও।

গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে হটিয়ে ২০২১ সালের ফেব্রয়ারি মাসের শুরুতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর নিয়মিতভাবেই গণতন্ত্রের দাবিতে দেশজুড়ে লড়াইরত প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে প্রতিদিনের সংঘর্ষে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী।

এই পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য ​​চোর এবং অন্যান্য ছোটখাটো অপরাধীদেরও নিয়োগ করেছে জান্তা সরকার। কিন্তু অভিযোগ রয়েছে তাদের অনেকেই আবার প্রশিক্ষণের সময় পালিয়ে গেছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles