সর্বশেষ

34.6 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

সরকারি-বেসরকারি অনেক ওয়েবসাইট ডাউন

টপ নিউজ ডেস্ক: কাজ করছে না দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন ওয়েবসাইট। এ কারণে গ্রাহকরা সেবা গ্রহণে ভোগান্তিতে পড়ছে। আজ বুধবার সকাল থেকেই দেখা দিচ্ছে এ সমস্যা।

এ ব্যাপারে রাজধানীর ধানমন্ডির বাসিন্দা ফারজানা হাসিন বলেন, সকাল থেকে চেষ্টা করছি আবহাওয়ার তথ্য জানতে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশের। কিন্তু পারিনি শত চেষ্টা করেও। যতবারই ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করি, শুধু ‘দ্য সাইট ক্যান নট বি রিচড’ লেখা আসে।

এদিকে ডোমেইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, মূলত ত্রুটি দেখা দিয়েছে দেশের ভার্চ্যুয়াল জাতীয় পরিচয়ের রুট ডোমেইন নেটওয়ার্ক সিস্টেমে। এ কারণে ডট গভ ডট বিডি, ডট কম ডট বিডি এবং ডট বাংলা, অনলাইনে অ্যাভেইলেবেল দেখাচ্ছে না এই ৩ ডোমেইনে থাকা সব সরকারি-বেসরকারি ওয়েবসাইটগুলো। এখন কিছুটা শিথিল হতে শুরু করেছে সকালের দিকে সমস্যা থাকলেও।

এছাড়া বিটিসিএল সূত্রে জানা গেছে, প্রকৌশলীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন ত্রুটি সমাধানে। আশা করা যাচ্ছে এদিন দুপুরের দিকে সমস্যা সমাধান হবে বলে।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles