সর্বশেষ

33.2 C
Rajshahi
রবিবার, মে ৫, ২০২৪

সিটি কর্পোরেশন গর্ভন্যান্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

টপ নিউজ ডেস্ক : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে গর্ভন্যান্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  নগর ভবনে সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশন সবুজ, পরিচ্ছন্নতা, আলোকায়ন, নান্দনিকতাসহ নানা ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। সরকার ও স্থানীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট বিধি-বিধানের আলোকে অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য সরকারি সেবাসমূহ তাদের নিজ নিজ এখতিয়ার অনুযায়ী প্রদান করে থাকে। স্থানীয় সরকার কেবল সরকার থেকে প্রাপ্ত তহবিল দিয়ে সেবা প্রদান করে না, বরং নিজস্ব আয় হতেও সেবা প্রদান করে থাকে। সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে হোল্ডিং ট্যাক্স। রাসিকের আয় বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণে নানা কার্যক্রম বাস্তবায়ন করে। সভায় সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সেবাসমূহের বিষয়ে নাগরিক জরিপ বিষয়ক তথ্য উপস্থাপন করা হয়। সচেতন নাগরিক হিসেবে নাগরিক সেবায় সক্রিয় অংশগ্রহণের বিষয়ে  সিটি লেভেল ও ওয়ার্ড লেভেল কোঅর্ডিনেশন সভার আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যমেয়াদী কৌশলপত্র কর্মপরিকল্পনা উপস্থাপন করেন রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান। জাইকার সিফরসি-২ প্রকল্পের সার্বিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্পের প্রধান উপদেষ্টা নাওকো আনজাই। 

সভায় রাসিকের হোল্ডিং ট্যাক্স, কর আদায়ে চ্যালেঞ্জ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিুকুল খান। সিফরসি-২ প্রকল্পের সিটি গর্ভন্যান্স স্পেশালিস্ট মনিমালা রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রকল্পের সিটি গর্ভন্যান্স স্পেশালিস্ট মোঃ সোহরাব হোসেন।

সভায় উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, উপসচিব তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলী, আইন কর্মকর্তা ফাইরুজ আনিকা লাবণ্য, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, প্রধান সহকারী অভিজিৎ সরকার, উচ্চমান সহকারী মোঃ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: আয়েশা ইসলাম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles