সর্বশেষ

30.3 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় সামরিক মহড়া

টপ নিউজ ডেস্ক: পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইতিহাসে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরের সংবাদ সম্মেলনের বরাত দিয়ে জানায়, আগামী সপ্তাহ থেকে এই মহড়া শুরু হয়ে মে মাস পর্যন্ত চলবে।

জানা যায়, মাসব্যাপী এই মহড়ায় অন্তত ৯০ হাজার সেনা অংশ নেবে। জোটের শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি জানান, আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই মহড়া পরিচালনা করা হবে।

এর আগে এত বড় মহড়া হয়েছিল ১৯৮৮ সালে স্নায়ু যুদ্ধের সময়। তখন প্রায় ১ লাখ ২৫ হাজার সৈনের মহড়া দিয়েছিল জোটটি। তবে এর শীর্ষ কৌশলগত নথিতে মস্কোকে সদস্য রাষ্ট্রগুলোর জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ও সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, রাশিয়ার আক্রমণের হুমকিতে থাকা বাল্টিক অঞ্চলেও মহড়া পরিচালনা করবে ন্যাটো। মহড়ায় ন্যাটোভুক্ত দেশগুলো ছাড়াও, সুইডেনের সৈন্যরাও অংশ নিবে।

সম্পাদনায়: হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles