সর্বশেষ

45.3 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

হিজড়াদের জন্য দেশের প্রথম মসজিদ ময়মনসিংহে

টপ নিউজ ডেস্ক: ধর্মের প্রতি অনুরাগ থেকে হিজড়ারা একটি মসজিদ নির্মাণের জন্য প্রশাসনের কাছে আবেদন করেও পাচ্ছিলেন না সাড়া। অবশেষে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে সরকারের জমিতে স্থাপিত হয়েছে হিজড়াদের উদ্যোগে মসজিদ। সেখানে নিয়মিত ধর্মীয় শিক্ষাসহ নামাজ আদায় করছেন তারা কোনো ধরনের সংকোচ ছাড়াই । তাদের সঙ্গে নামাজ পড়ছেন স্থানীয়রাও। এতে হিজড়া জনগোষ্ঠীর লোকজন প্রশংসায় ভাসছেন। হিজড়া নেতাদের দাবি এ মসজিদটি বিশ্বে প্রথম হিজড়াদের মসজিদ বলে।

ময়মনসিংহ নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরকালিবাড়ি ব্রহ্মপুত্র নদের তীরে হিজড়াদের বসবাস। সরকারের ৩৩টি আশ্রয়ণ প্রকল্পের ঘরে ৪০ জন হিজড়া বসবাস করেন। গত ২৬ জানুয়ারি আশ্রয়ণ প্রকল্পের পাশেই ৩৩ শতাংশ জায়গায় মসজিদ ও কবরস্থানের উদ্বোধন করেন হিজড়াদের জন্য  বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। পরে হিজড়ারা স্থাপন করেন টিনশেড মসজিদ নিজেদের শ্রম ও অর্থে। মসজিদের পুরো কাজ এখনো সম্পন্ন না হলেও উদ্বোধন করা হয় রোজার তিন দিন আগে।

উম্মে সালমা তানজিয়া বলেন, এমন উদ্যোগ সমাজের মূল স্লোতে ফেরাতেই। হিজড়ারা দাবি জানিয়েছিল এলাকাটিতে একটি প্রথামিক বিদ্যালয় স্থাপনের সেটিও অনুমোদন হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles