সর্বশেষ

34.5 C
Rajshahi
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

১৭ বছরের বিচারক জীবনের ইতি টানলেন প্রধান বিচারপতি

টপ নিউজ ডেস্ক: দেশের ২৩ তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ২৫ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় এ প্রধান বিচারপতির বিচারিক জীবনের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩১ আগস্ট)।

নিয়ম অনুসারে এদিন তাকে আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে বিদায়ী সংবর্ধনা দেবে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। 

২০২১ সালের ৩১ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শপথ বাক্য পাঠ করান। তার ৬৭ বছর পূর্ণ হবে ২৫ সেপ্টেম্বর। তাই সংবিধান অনুসারে তিনি অবসরে যাবেন ওইদিন। 

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর। পড়ালেখা শেষে তিনি ১৯৮১ সালের ২১ আগস্ট আইনজীবী হিসেবে যোগ দেন জেলা আদালতে। তিনি ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর  হাইকোর্ট এবং ১৯৯৯ সালের ২৭ মে  অন্তর্ভুক্ত হন আপিল বিভাগের আইনজীবী হিসেবে।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Sourcechannel24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles