সর্বশেষ

36.7 C
Rajshahi
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

২৪ দিনে দেশে ১৮ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো

টপ নিউজ ডেস্ক: রেমিট্যান্স প্রবাহ রয়েছে ইতিবাচক ধারায়। চলতি মাসরে প্রথম ২৪ দিনে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৬৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স। যার পরিমাণ দেশীয় মুদ্রায় ১৮ হাজার ১০৭ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে ডলার এসেছে ১৬৪ কোটি ৬১ লাখ। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৫৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪০ কোটি ৪০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ লাখ মার্কিন ডলার। এছাড়া প্রবাসীরা গত বছরের ডিসেম্বর মাসে পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স।

২০২২-২৩ অর্থবছরে মোট ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। ২০২১-২০২২ অর্থবছরে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে। যা সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স ছিল।

সম্পাদনায়: তৌহিদ হাসান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles