সর্বশেষ

41.4 C
Rajshahi
শুক্রবার, মে ৩, ২০২৪

৫ বছরে ভোটার বেড়েছে দেড় কোটি

টপ নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় প্রায় দেড় কোটি বেশি ভোটার ভোট দেবেন। ১০ কোটি ৪০ লাখের কিছু বেশি ভোটার ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তবে এবার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে দাঁড়িয়েছে এই ভোটারের সংখ্যা।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, এবার দেড় কোটি ভোটার বাড়লেও বাড়তে পারে মাত্র দুই হাজার কেন্দ্র। এবার তার মানে ভোটকেন্দ্রের টার্গেট ৪২ হাজার। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুতই শুরু হচ্ছে ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ। এক্ষেত্রে থানা ও জেলা নির্বাচন কর্মকর্তারা ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা মেনে খসড়া তৈরি করবেন। আর স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সম্পৃক্ত করা হয়েছে ভোটকেন্দ্র যাচাই-বাছাইয়ে।

ভোটকেন্দ্র নির্বাচনে থানা, জেলা ও মহানগর কমিটি যাচাই-বাছাই করে পরিদর্শন করবে সরেজমিনে। সবশেষে প্রতিবেদনসহ ইসিতে কমিটি প্রস্তাব পাঠাবে। পরে তা চূড়ান্ত করে গেজেট আকারে ভোটের অন্তত ২৫ দিন আগে প্রকাশ করবে ইসি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles